সারাদেশ

সন্ত্রাসীদের চুরিকাঘাত বেকারি সাপ্লায়ার গুরুতর আহত, নগদ টাকা ছিনতাই

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদরের রাখালগাছিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কামাল হোসেন (৫৫) নামে এক বেকারির খাবার সরবরাহকারী গুরুতর আহত হয়েছেন। নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। রাস্তার পাশের ডোবার পানিতে ঝাঁপ দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে তার জীবন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল আনুমানিক ৪ টায় রাখালগাছি ইউনিয়ন পরিষদ সংলগ্ন আল মদিনা টেইলার্স (দর্জি’র দোকান) এর সামনের রাস্তায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী মিলন শেখ জানান, কাবিরির বটতলা থেকে সিএন্ডবি বাজারের দিকে একজন বেকারি সাপ্লায়ার গাড়ি নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে মোটরসাইকেল যোগে আসা সন্ত্রাসীরা তাকে চুরিকাঘাত করে নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী নিয়ামত শেখ বলেন, আমরা পাশের ঘেরে কাজ করছিলাম হঠাৎ চিৎকার শুনে দৌড়ে এসে দেখি বেকারির সাপ্লায়ার রাস্তার পাশের ডোবার পানিতে পড়ে আছে। আমরা তাকে সেখান থেকে উদ্ধার করে দেখি তার শরীর থেকে প্রচন্ড পরিমাণে রক্ত বের হচ্ছে। তার বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি রাস্তার পাশের ডোবার পানিতে ঝাঁপ দেওয়ার কারণে প্রাণে বেঁচে গেছেন।
স্থানীয়দের সহযোগিতায় আহত কামাল হোসেনের স্বজনেরা তাকে উদ্ধার করে চুলকাটি বাজার থেকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এ ব্যাপারে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. হানিফ শিকদার বলেন, ‘ছুরিকাঘাত করে কামাল হোসেন নামে এক বেকারির কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আহত কামাল হোসেনের সার্বিক খোঁজ খবর নিয়েছি।  তার এবার থেকে মামলা দায়ের করলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,