অবৈধ দখলদারদের বিরুদ্ধে সিরাজগঞ্জে উচ্ছেদ অভিযান

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ শহরের ক্রসবার-৩ (চায়নাবাঁধ) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টার সময়
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু এর নেতৃত্বে সিরাজগঞ্জ শহরের ক্রসবার-৩ (চায়নাবাঁধ) এলাকায় অবৈধ স্থাপনা (ঘরবাড়ি, দোকানপাট) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে জনস্বার্থে। এসব জমি সাধারণ মানুষের চলাচলে বা সরকারি উন্নয়নকাজে ব্যবহারের কথা, সেখানে ব্যক্তি স্বার্থে দখলদারি কোনভাবেই বরদাস্ত করা হবে না। এই অভিযান নিয়মিত চলবে এমনটাই জানা যায়।
উল্লেখ্য যে, গত ০৭ দিন দিন থেকে মাইকিং করে নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার কথা বলা হলেও কেউ সরিয়ে নেয়নি। ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সিরাজগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের সদস্য, সিরাজগঞ্জ জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।