সারাদেশ

চট্টগ্রাম মহানগরীর মতিয়ারপোল মহল্লা কমিটির আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ‘২৫ উদ্বোধন 

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)

চট্টগ্রাম মহানগরীর মতিয়ারপোল মহল্লা কমিটির আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ‘২৫ উদ্বোধন
শুক্রবার, ১৮ জুলাই বিকাল ৩ টায় চট্টগ্রাম মহানগরীর মতিয়ারপোল মহল্লা কমিটি আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী রমজান আলী মিন্টু। আরমান আলী ও আলী আরমানের সঞ্চানলায় এবং মহল্লা কমিটির বিচারক প্যানেলের সদস্য হাজী আবদুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আলী সওদাগর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আকবর খান সর্দ্দার,হাজী কাজী ইমাম হোসেন, নুর আলী সর্দ্দার,হাজী মোহছেন আলী মোতোয়াল্লি, হাজী নওশাদ আলী, ফরিদ মিয়া সর্দ্দার,মোঃ সাইফুর রহমান, রায়হানুল আলম,রাশেদ মোরশেদ জাতীয় দলের ফুটবলার ইমতিয়াজ সুলতান জিতু, রহিম উল্ল্যাহ,

আবদুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইয়াছিন মাহবুব, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ, আমজাদ আলী রিয়াদ, ইফতু, শরীফ আসিফসহ প্রচুর দর্শক। উদ্বোধনী খেলায় মোখলেছুর রহমান স্মৃতি সংসদ ও সৈয়দ আলী স্মৃতি সংসদের মধ্যকার খেলা গোলশূন্য ভাবে সমাপ্ত হয়। সভাপতির বক্তব্যে হাজী আবদুর রহিম যুব সমাজকে অপসংস্কৃতি ও মাদকের থাবা থেকে দূরে রাখতে প্রতিটি মহল্লায় খেলাধুলার আয়োজন করে সুন্দর ও সুশৃঙ্খল জাতি, সমাজ এবং রাষ্ট্র গঠনে সমাজের বিত্তশালীদের অবদান রাখার আহবান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,