সারাদেশ

পঞ্চগড়ে জুলাই আগষ্ট শহীদদের স্মরণে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
২০২৪ সালের জুলাই আগস্ট মাসে গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদ হওয়া পাঁচ সাহসী সন্তানকে স্মরণে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি।
১৯ জুলাই শনিবার পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্ক প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পঞ্চগড় বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আদম সুফি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ, রাজস্ব ও জেনারেল সার্টিফিকেট শাখা) মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত, জেএম ও ট্রেজারি শাখা) আমিনুল হক তারেক, পঞ্চগড় জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) হরিপদ দেবনাথ, পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পঞ্চগড় জেলার পাঁচজন বীর শহীদের নামে রোপণ করা হয় পাঁচটি বৃক্ষ।
শহীদ সাজু ইসলাম এর নামে রোপণকৃত গাছ: নিম, শহীদ আবু ছায়েদ এর নামে রোপণকৃত গাছ কাজুবাদাম, শহীদ সাগর রহমান এর নামে রোপণকৃত গাছ লটকন, শহীদ সাজু ইসলাম এর নামে রোপণকৃত গাছ জারুল এবং শহীদ শাহাবুল ইসলাম শাওন এর নামে রোপণকৃত গাছ হরতকি।
এই কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে।
আয়োজকরা বলেন, “এই কর্মসূচি শুধু একটি পরিবেশবান্ধব উদ্যোগ নয়, বরং এটি শহীদদের স্মৃতিকে চির জাগরুক রাখার একটি প্রতীক। যারা দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধার সাথে স্মরণ করি।”
তারা আরও বলেন, “শহীদরা আমাদের কাছে কেবল নাম নয়, তারা সাহস ও মানবিকতার প্রতীক। তাদের আত্মত্যাগ আমাদের পথ দেখায়। কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। এই বৃক্ষগুলোও যেন ঠিক তেমনি ভাবে সমাজে ছায়া দেয়, ফল দেয়, আগামী প্রজন্মকে শিক্ষা দেয়। শহীদের নামের সঙ্গে গাছগুলো যতদিন থাকবে, ততদিন বেঁচে থাকবে তাদের গল্প, তাদের আদর্শ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,