জুলাই ২৪ বিপ্লবের শহীদদের স্মরণে সিরাজগঞ্জ মেডিকেলে দোয়া ও আলোচনা সভা

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
জুলাই ২৪ বিপ্লবে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ জুলাই) রবিবার দুপুরে মেডিকেল কলেজের ডা: রেজাউল ইসলাম গ্যালারির ৩য় তলায় এই কর্মসূচি পালিত হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৩ শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই ২৪ বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই বিপ্লব এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এটিএম নুরুজ্জামান, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: কামরুল ইসলাম, অধ্যাপক ডা: মো: হুমায়ুন কবির এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: মো: নজরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে, জুলাই ২৪ বিপ্লবের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে এবং আহতদের আশু আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।