সারাদেশ

সিরাজগঞ্জ জুলাই পুনর্জাগরণি ২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ জুলাই পুনর্জাগরণি ২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বরিবার(২০ জুলাই) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণি অনুষ্ঠানমালার ২৪এর রঙে দেওয়ালে গ্রাফিতি অংকন প্রতিযোগিতা ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় জেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮টি কলেজের ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
এতে মাধ্যমিক বিদ্যালয় বিভাগে বেলকুচি উপজেলার শেরনগর এ এস ফাজিল মাদ্রাসা প্রথম হয়েছে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে উল্লাপাড়া উপজেলার এইচটি ইমাম গালর্স হাই স্কুল ও সদর উপজেলার দত্তবাড়ী উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বেলকুচি সরকারি কলেজ ও উল্লাপাড়া এম আকবর আলী কলেজ।
গ্রাফিতি অংকন প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন সহকারী কমিশনার মোঃ মহসিন খন্দকার, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার ,জেলা কালচারাল অফিসার ডক্টর ফারুক রহমান ফয়সল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক তন্ময় রায়,ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান।
জেলা পর্যায়ের বিজয়ী স্কুল ও কলেজ রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,