হাতীবান্ধায় ইউএনওর অভিযান, থেমে গেল অবৈধ বালু উত্তোলন গভীর রাতে

লুৎফর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছিল। এতে একদিকে যেমন নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছিল, অন্যদিকে স্থানীয়দের ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছিল—যা নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হচ্ছিল।
শনিবার (২৬ জুলাই) রাতের গভীরে হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়নের তমোর চৌপতি এলাকায় হঠাৎ অভিযান চালিয়ে এই অবৈধ কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে তা ধ্বংস করে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম মিঞা। সঙ্গে ছিলেন সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফ ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, রাতের আঁধারে প্রতিদিনই চলতো বালু তোলার কাজ। এর ফলে নদীর পাড় ভেঙে ফসলি জমি হারাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে প্রশাসনের কাছে অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ইউএনও।
একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “প্রতিদিন রাতে শব্দে ঘুম ভাঙতো, দেখি বালু তোলা হচ্ছে। আমাদের জমির পাড় একে একে ধসে পড়ছিল। অভিযোগ করার পর ইউএনও স্যার এসে মেশিন ভেঙে দিয়েছেন—আমরা খুব খুশি।”
ইউএনও শামিম মিঞা জানান, সরকারি অনুমতি ছাড়া যেকোনো ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির ওপর মারাত্মক প্রভাব পড়ে। যারা এসব অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে এবং প্রশাসনের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হয়েছে।