সারাদেশ

দশমিনায় বিদ্যালয়ের মাঠে বর্ষায় ধান শীতকালে সবজি চাষ করেন প্রধান শিক্ষকের ভাতিজা  

মোঃজায়েদ হোসেন,
দশমিনা পটুয়াখালী প্রতিনিধি
দশমিনা উপজেলার খারিজা বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধানের বীজতলা তৈরি করেছেন প্রধান শিক্ষকের ভাতিজা যুবলীগ নেতার বিরুদ্ধে, এমন অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয় ছাত্র, অভিভাবক ও যুবসমাজ। মাঠজুড়ে বেড়া দিয়ে তৈরি করা এই বীজতলায় বন্ধ হয়ে গেছে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষকের ভাতিজা ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক   মো.ফিরোজ মৃধা আমন ধানের বীজতলা তৈরি করেছেন। এছাড়াও শীতকালে সবজি চাষ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলা বাধাগ্রস্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানায়, ‘আমাদের স্কুলের একটাই মাঠ, এখানে আমরা হাফটাইমে খেলি এবং বিকেল বেলা ফুটবল প্রাকটিস করি কিন্তু এখন ধানের বীজতলা বানানোয় খেলা বন্ধ। আমরা আগের মতো মাঠ চাই।
এক অভিভাবক বলেন, স্কুলের জায়গা নিয়ে কিছু বললেই ঝামেলা হয়। আমরা জমিদাতা,কিন্তু প্রধান শিক্ষকের ভয়ে কিছু বলতে পারি না। আমাদের সন্তানরা খেলা দুলা না করতে পারায় তারা এখন মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। বিদ্যালয়ের মাঠ দখল করে এই দিন বীজতলা ও শীতের সময় শীতকালিন সবজি চাষে করে তারা। উনি আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি,তার প্রভাবেই এসব করছে এতদিন যাবত,সেই ধারা এখনও রাখতে চায়।আমাদের একটাই দাবি খুব তাড়াতারি বিদ্যালয়ের মাঠের
সব অপসারণ করে, শিশুদের খেলার মাঠ খেলার উপযোগী করে দিতে হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক নূর হোসেন মৃধা শেখ হাসিনার আমলে বিদ্যালয়ের নানা সম্পদ নিজের দখলে নিয়েছে। তিনি এখনো আওয়ামী লীগের পদ ব্যবহার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ক্ষমতায় ব্যবহার করে তার ভাতিজা ফিরোজ মৃধাকে দিয়ে বিদ্যালয়ের মাঠ দখল করে আমন ধানের চাষ করাচ্ছেন। এছাড়াও শীতকালে এই মাঠে শাকসবজির মানুষের মাধ্যমে চাষ করেন তিনি।
এ বিষয়ে যুবলীগ নেতা ফিরোজ মৃধা বলেন,বিদ্যালয়ের মাঠে ধানের বীজতলা বানানো ঠিক হয়নি, এজন্য আমি ক্ষমা চাই। বুঝতে পারিনি বিষয়টি এতটা সমস্যা করবে।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জানান, বৃষ্টিতে পানিভর্তি হওয়ায় মাঠেই বীজতলা করেছে ফিরোজ মৃধা। তবে এটা ঠিক হয়নি।
অন্যদিকে প্রধান শিক্ষক নূর হোসেন মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি শুক্রবার জুমার নামাজ পড়ে এসে দেখি মাঠে বেড়া দিয়ে বীজতলা বানানো হয়েছে। ভাতিজা বলেছে তার জমি পানিতে তলিয়ে গেছে বলে বিদ্যালয়ের মাঠে বীজতালা তৈরি করেছে। তবে এ বিষয়ে আমি কিছুই জানতাম না।
রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রাজনীতি করি না, নেতা কর্মীরা জোর করে আমাকে পদে রেখেছে। আমি কোনো প্রোগ্রামে যাইনাই।
তবে স্থানীয় সূত্র বলছে, আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে তিনি ৫ নম্বর ওয়ার্ডের সভাপতির পদ পেয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে অংশ নিতে দেখা গেছে। তার রাজনৈতিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পাওয়া গেছে, যদিও তিনি তা অস্বীকার করছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মোসা. মরিয়ম পারভিন বলেন,ঘটনাটি শোনার পর প্রধান শিক্ষককে জানিয়েছি। তিনিও বিষয়টি স্বীকার করেছেন। আমি রবিবার বিদ্যালয়ে গিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেব। সরকারি চাকরিতে থেকে কেউ রাজনীতি করলে তার চাকরিতে থাকার অধিকার নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান জানান বিদ্যালয়ের মাঠ দখল করে আমন ধানের বীজতলা করার বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার উদ্দিন , আপনার মাধ্যমে বিষয়টি জানলাম সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,