সারাদেশ

তরুণদের চাকরি  হয়নি উপদেষ্টা বাড়ি গাড়ি সব হয়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী  

মৌলভীবাজার প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি)  মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন,
জুলাই গনঅভ্যুত্থানে চাকরির দাবিতে তরুনরা মাঠে নেমেছিল কিন্তু তাদের চাকরি হয়নাই, উপদেষ্টাদের বাড়ি গাড়ি সব হয়েছে। তেলবাজ আমলাদের সব হয়েছে।ব্যাবসা-বানিজ্য দখল হয়েছে। কিন্তু আমার ছাএভাইদের কিছুই হয়নাই।
তিনি বলেন , মধ্যআয় ও নিম্নআয়ের মানুষরা যখন বাজারে সবজি কিনতে যায় তখন আর বাজেটে কুলায় না কোনোকিছু কেনাকাটা না করেই ঘরে ফিরে যায়।এমন বাংলাদেশ আমরা চাইনা।এনসিপির নেতৃত্বে জনগণের সরকার গঠন হলে ৬৪ জেলায় চাকরির ব্যাবস্থা করবো, মেনুফেকচারিং হাব বানাবো, বিভিন্ন জায়গায় টেকনিক্যাল এডুকেশন চালু করবো,বাংলাদেশের তরুন প্রজন্মদের নিয়ে কাজ করবো।
শনিবার ( ২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে দেশে গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন।
পথসভায় মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।‌ উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,