তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জয়পুরহাটের কালাইয়ে সাবেক সচিবের জনসমাবেশ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জয়পুরহাটের কালাইয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৬টার দিকে মোসলেমগঞ্জ স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়।
উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব আব্দুল বারী।
এসময় আরও বক্তব্য রাখেন, কালাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, পৌর বিএনপি নেতা আব্দুর রউফ মাজেদ ও তরিকুল ইসলাম তুহিন, উদয়পুর ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আলীম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, বিএনপি নেতা মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম।