সারাদেশ

সিরাজগঞ্জে লাখো কণ্ঠে শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
জুলাই পুনর্জারণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ শেষে সিরাজগঞ্জে আলোচনা সভা,উপকার ভোগীদের মধ্যে কার্ড বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার ( ২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ভার্চুয়ালে জেলার সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতরা,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোর যাত্রায় পরিবর্তনের অংশগ্রহণের অঙ্গিকারে সারাদেশব্যপী ভার্চুয়ালে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে আটদফা শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা শারমীন এস মুরশিদ।
শপথ পাঠ শেষ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ হাফিজুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, এনজিও প্রতিনিধি রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র সমন্বয়ক নেয়ামুল বাশার নেহাল। আলোচনা সভা শেষে ২০২৫-২০২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচীর আওতায় ছয়জন উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। পরে অফিসার্স ক্লাবের হলরুমে দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাউল শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,