দেবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরন

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
উচ্চ মাধ্যমিক/ এইচএসসি সমমানের সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরন উপলক্ষে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ জুলাই মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেবীগঞ্জ উপজেলার ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরন করা হয়। পঞ্চগড় জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ, দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ (এনএন) সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম রুহুল আমিন, দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ (এনএন) সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনবিরুজ্জামান রুবেল অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১৬ জন ও ২০২৩ সালের ২৪ জন কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।