রাজবাড়ী সরকারী কলেজের বঙ্গবন্ধু ছাত্রাবাসের নাম পরিবর্তন, নতুন নাম ‘শহিদ সাগর ছাত্রাবাস’

বোরহান উদ্দিন বিপ্লব :
দেশের ৪টি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি ভবন-স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ কামালসহ অনেক নেতাদের নাম সরিয়ে এসব জায়গায় নতুন নামকরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সরকারী কলেজের ‘বঙ্গবন্ধু ছাত্রাবাস’-এর নাম পরিবর্তন করে ‘শহিদ সাগর ছাত্রাবাস’ নামকরণের কথাও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শহিদ সাগর আহমেদ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন এবং মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছিলেন। গত ১৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে গিয়ে মিরপুর গোলচত্বরে গুলিতে তিনি শহিদ হন। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই এই ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পরামর্শ অনুযায়ী।