আবাসিক হলে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

গোবিপ্রবি প্রতিনিধি:-
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীদের উপর হামলা ও রুম ভাংচুরের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শেখ রাসেল হলের সামনে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন বিভাগ ও বর্ষের আবাসিক শিক্ষার্থীরা।
প্রায় ১০০ জন শিক্ষার্থী ব্যানার হাতে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা হলের নিরাপত্তা ভঙ্গের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ীভাবে হল থেকে বহিষ্কারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত রাতে একদল সন্ত্রাসী শিক্ষার্থী শেখ রাসেল হলে ঢুকে বিভিন্ন রুমে অবস্থানরত নিরীহ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। তাদের হাতে দেশীয় অস্ত্র, এসএস পাইপ, রামদা ও হেলমেট ছিলো বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
মানববন্ধনে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ বলেন, “দেশি অস্ত্র রামদাসহ অনেককে আমরা ভিডিও ফুটেছে দেখছিলাম, এসএস পাইপ ও হেলমেট ছিলো তাদের সাথে। আমাদের হল প্রশাসনের কাছে দাবি এদেরকে হল থেকে স্থায়ী বহিষ্কার এবং অবাঞ্ছিত ঘোষণা করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি তিন দিনের মধ্যে এদের বিরুদ্ধে একাডিমক ব্যবস্থা নিতে হবে। যদি এর ভিতরে প্রশাসন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়ভার সম্পূর্ণভাবে প্রশাসন কে নিতে হবে।”
উল্লেখ্য যে, গতরাতে নবম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে সৃষ্ট মারামারির ঘটনা থেকে হলে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।