সিরাজগঞ্জ শহরের মাছুমপুরে “জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ” এর আনুষ্ঠানিক উদ্বোধন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
“বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি—গুলি কর!”—এই প্রতিবাদী উচ্চারণে গর্জে উঠেছিল উত্তাল জনতা। শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ শহরের মাছুমপুরে “জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের উত্তাল ঢেউ যখন রাজপথ কাঁপিয়ে তুলেছিল, তখন সিরাজগঞ্জ শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জু। একই সঙ্গে লতিফ, সুমনসহ আরও ১৪ জন তরুণ প্রাণ অকালে ঝরে যায়।
তাদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে সেই দিনই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বিজয়ের পতাকা উড়ায় সিরাজগঞ্জবাসী।
তাই ৪ আগস্টকে স্মরণীয় করে রাখতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয়েছে এই স্মৃতি স্তম্ভ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই স্তম্ভ শুধু একটি নির্মাণ নয়, এটি সাহস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক লড়াইয়ের প্রতীক।”