পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি।

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে রংপুর – ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছে রাইকুল ইসলাম নামে এক মাদককারবারি।
২ আগস্ট শনিবার বিকেল ৩ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোষ্ট বসিয়ে হানিফ এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো ব-১২২১৬৫) এর একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রাইকুল ইসলাম নামের একজন ব্যক্তির লাগেজ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাইকুল ইসলাম(৪২) রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।
সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইনপ্রয়োগকারী সংস্থাসমুহের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত রাইকুলের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।