সারাদেশ

কমলগঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধনা

জায়েদ আহমেদ, কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩শত ৬০জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
বুধবার (৬ আগস্ট) সকালে দলটির উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম কমলগঞ্জে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রার প্রভাষক আজিজ আহমদ কিবরীয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর এর সাধারন সম্পাদক কাজী দাইয়ান, জেলার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, জেলা দাওতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ,জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, জামায়াতের সহকারী সম্পাদক মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম এর সঞ্চালনায় আরও ছিলেন জেলা,উপজেলা শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে দায়িত্ব নিতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,