ধানের শীর্ষ প্রতিক যে পাবে আমরা থাকবো তার সাথে: আব্দুল মান্নান

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয়ের বর্ষপূর্তিতে ৫ ই আগস্ট মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিটের সময় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আনন্দ মিছিল শুরু করে সেনবাগ বাজার পদক্ষীন শেষে সেনবাগ সুলতান প্লাজার সামনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহারে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমূড়ী) আংশিক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নোয়াখালী জেলা বিএনপির সদস্য- আব্দুল মান্নান, আরো উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব : মোক্তার হোসেন ইকবাল,
সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন-আহবায়ক
সাইফুল্যাহ মাসুদ, অম্বরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান : মোঃ শাহা জালাল মিয়া, সেনবাগ পৌরসভার সাবেক কমিশনার : মোঃ মহিন উদ্দিন,সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক : ফখরুল ইসলাম টিপু, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক : মনির আহাম্মেদ জুলেট সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ। সভায় আব্দুল মন্নান বলেন আমি দেশ-নেএী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতির প্রতি আস্হাশীল। দল যাকে মনোনয়ন দিবে আমি তার সাথে কাঁধে- কাঁধ মিলিয়ে ধানের শীর্ষের পক্ষে কাজ করবো।