সারাদেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা আটক

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে জেলেপোতা গ্রামে  স্থানীয় জনতারা  আটক করে পুলিশ ও বিজিবির  হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকার তিন চিহ্নিত দালাল—ফয়েজ উদ্দিন, মিনহাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনকেও আটক করা হয়েছে।
সুত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রিয়াজ উদ্দিন বিপুল অঙ্কের টাকা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। তবে ভারত সীমান্তের কাছাকাছি পৌঁছালে তিনি অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই ব্যক্তিরা রিয়াজের কাছে থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুর সীমান্তের দালালদের কাছে হস্তান্তর করে।
শনিবার দুপুরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামের লোকজন রিয়াজ উদ্দিন ও তার সহযোগী তিন দালালকে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে আটকে ফেলে। পরে পুলিশ ও মহেশপুর ব্যটিলিয়ন  (৫৮ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, “আটক রিয়াজ উদ্দিনের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
মহেশপুর ব্যটেলিয়ন (৫৮ বিজিবি) এর  অধিনায়ক লে. কর্ণেল রফিকুল আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিজিবি সদস্যরা যায় এবং   স্থানীয়দের কাছে আটক থাকা ব্যক্তি ও দালালদের পুলিশের  হস্তান্তর করেছে বলে করা হয়েছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,