সারাদেশ

কেরানীগঞ্জে ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি

দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের গলগলিয়া গ্রামে শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্টে শুক্রবার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। প্রায় ২০ জন সশস্ত্র ডাকাত রাতভর তাণ্ডব চালিয়ে প্ল্যান্টের নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের হাত-পা বেঁধে জিম্মি করে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল লুট করে চলে যায়।

বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ কবির জানান, রাত সাড়ে ৭টার দিকে প্রবেশ করে ডাকাতরা অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীসহ ১০ জন কর্মচারীকে জিম্মি করে, পরে তাদের এক ভবনে আটকে রেখে লুটপাট চালায়। অফিস রুম থেকে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী এবং কেন্দ্রের বিভিন্ন কন্টেইনার থেকে ক্যাবল ও যন্ত্রাংশ চুরি করা হয়।

প্রায় ৮ ঘণ্টা ধরে তিনটি বড় ট্রাকে মালামাল ভরে নিয়ে যায় ডাকাতরা এবং পরে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় গেটের সামনে সিকিউরিটি গার্ড তামিমকে জোরপূর্বক আটক করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে, তদন্ত চলছে, তবে এখনও কাউকে আটক করা হয়নি। পুলিশের সন্দেহ, ডাকাতরা স্থানীয় হতে পারে কারণ তাদের মুন্সিগঞ্জ আঞ্চলিক ভাষায় কথা বলার আওয়াজ পাওয়া গেছে।

শিকদার গ্রুপের এই বিদ্যুৎ কেন্দ্রটি বেসরকারিভাবে নির্মিত এবং ২০১২ সালের ২ ডিসেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,