গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট ২০২৫) সিরাজগঞ্জ শহরের প্রেসক্লাব চত্বরে( চৌরাস্তা মোড়) সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সহ-সভাপতি ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হিরক গুন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. এনামুল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইচ, সাংস্কৃতিক সম্পাদক দীলিপ গৌড়, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।
নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি গাজীপুরে সহকর্মী তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে বহু সাংবাদিককে হত্যা করা হলেও কোনটিরই সুষ্ঠু বিচার হয়নি। তারা এ সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে তিন মাসের মধ্যে ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। বক্তারা সাংবাদিক হত্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।