বেলকুচিতে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সোমবার (১১ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানে কাঁচা ও পাকা দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালে ভেকু দিয়ে ভাঙচুর শুরু হলে অনেক দখলদার দ্রুত তাদের মালামাল সরিয়ে নেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. পারভেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, র্যাব ও পুলিশ সদস্যরা।
পাউবো সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুবর্ণসাড়া থেকে পৌরসভা পর্যন্ত আঞ্চলিক সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। দখলদারদের আগেই নোটিশ দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় এ অভিযান চালানো হয়।
উপ-বিভাগীয় প্রকৌশলী মো. পারভেজ বলেন, “নিয়ম মেনে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও স্থাপনা না সরানোয় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কের দুই পাশ দখলমুক্ত রাখা হবে। পরবর্তীতে এখানে উন্নয়ন ও সংস্কার কাজ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।