সারাদেশ

দৈনিক প্রথম কথা’র প্রতিষ্ঠা  বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

শিমুল তালুকদার, সদরপুর থেকে
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের শীর্ষ স্থানীয় দৈনিক প্রথম কথার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
১৪ এপ্রিল সোমবার বিকেলে “বাংলাদেশ প্রেসক্লাব” সদরপুর উপজেলা শাখা কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ফৌজিয়া আক্তার এবং সদরপুর উপজেলা প্রতিনিধি মোঃ রায়হান মিয়ার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বাংলাদেশ প্রেসক্লাব”
সদরপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সদরপুর প্রতিনিধি মোঃ সোবান সৈকত সহ বিভিন্ন মিডিয়া কর্মি উপস্থিত ছিলেন।
দৈনিক প্রথম কথা ১১ তম বর্ষ পেরিয়ে ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার অগ্রযাত্রায় শুভকামনা করে বক্তব্য রাখেন পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ফৌজিয়া আক্তার, সদরপুর উপজেলা প্রতিনিধি মোঃ রায়হান মিয়া, সোবাহান সৈকত, শিমুল তালুকদার সহ অনেকে। সবশেষে দৈনিক প্রথম কথার অগ্রযাত্রায় সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,