সারাদেশ

‎ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

মো: সাকিবুল ইসলাম ,ঝিনাইদহ:

‎প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে যুব ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

‎যুব উন্নয়ন অধিদপ্তর ঝিনাইদহ অফিসের উপপরিচালক বিলকিস আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান,বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া,পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,যুব সংগঠক চন্দন বসু মুক্ত,নাসির আল সাদী।

‎আলোচনা সভা শেষে ১৩ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ২১ লাখ টাকার উদ্যোক্তা ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদোক্তাদের ক্রেস্ট ও সনদ প্রদাণ করা হয়। এর আগে যুব ভবনের সামনে থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।পরে যুবউন্নয়ন ক্যাম্পাস,মুক্তি যোদ্ধা মশিউর রহমান কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬ টি গাছের চারা রোপন করে ৩৬ জুলাই উদযাপন করা হয়।

‎সভায় বক্তাগণ বলেন,যুবরাই শক্তি। তারা প্রশিক্ষিত হয়ে চাকরীর পেছনে না ছুটে উদ্যোক্ত হবে এবং অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বক্তাগণ বলেন আজকের যুবসমাজ মাদকের করালগ্রাসে আসক্ত তাদেরকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে।বক্তাগণ ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে ন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,