সিরাজগঞ্জে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও বিনামূল্যে চিকিৎসা সেবা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর মমতাময়ী মাতা মরহুমা বেগম শামসুন্নাহারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খানি, বিশেষ দোয়া, কবর জিয়ারত এবং বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পৌর শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর আয়োজনে ও সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্সের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, “চব্বিশের বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। এতে শৈশব থেকেই রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।” তিনি এদিন তার প্রয়াত মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
পূর্বে রহমতগঞ্জ পৌর কবরস্থানে মরহুমার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় পরিবারের সদস্য ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল্লাহ সরকার।