সারাদেশ

জয়পুরহাটে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার (১২ আগস্ট) বেলা ১২টায় জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মোঃ সামছুজ্জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।  বৃত্তি নেওয়া বৈষম্য নয়, সমান সুযোগ পাওয়া সকল শিক্ষার্থীর অধিকার।  সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এটি হবে চরম বৈষম্য।
তিনি অভিযোগ করেন, ২০১৯ সাল পর্যন্ত কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও ২০২২ সাল থেকে তা বন্ধ হয়ে গেছে, যা চরম বৈষম্যের শামিল। বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তারা অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা না করলে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সুফিয়া সুলতানা, গুলশানা আরা, এহসানুল হক নাজমুল, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীম হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,