সারাদেশ

ধামরাইয়ে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় পিএমকের ধামরাইয়ের কালামপুর শাখা অফিস থেকে ধামরাই পৌরসভা সংলগ্ন শহরের প্রধান সড়ক,ঢাকা- আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালামপুর শাখা অফিসে এসে এ র‍্যালিটি শেষ হয়।শোভাযাত্রা শেষে কালামপুর শাখা অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তের উপ পরিচালক জনাব মোঃ হাফিজুর রহমান বলেন উন্নয়নে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও স্বচ্ছতা প্রয়োজন। অবশ্যই তরুণ সমাজকে কঠোর পরিশ্রমী, ত্যাগী দৃষ্টিভঙ্গি,  সততা এবং নেতৃত্ব প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখাতে হবে।
উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায়  উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচির পিএমকের কর্মসূচি ব্যবস্থাপক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, রেইজ প্রকল্পের সমন্বয়কারী টিমের সকল কর্মকর্তাগণ,এবং রেইজ প্রকল্পের অংশীজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সর্বস্তরের জনগণ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,