সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে নারী মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক

কাউছার আহমেদ টিপু। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদক বিক্রির অপরাধে সুমি বেগম নামে এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও টাকা জরিমানা করা হয়। এলাকাবাসী জানান, কালিগচ্ছ উপজেলা ইউনিয়নের জাহাঙ্গীর পাড়ার আজিজ মিয়ার স্ত্রী সুমি বেগম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করা আসছেন। তার স্বামী ও এই ব্যবসা সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে  কালিগচ্ছ  এলাকার মাদক বিক্রির সময়ে স্থানীয় একটি  স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনসহ এলাকাবাসী সুমি বেগমকে হাতেনাতে আটক করে  পুলিশের কাছে সুপর্দ করেন। (১৩)আগস্ট বুধবার সকালে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ মোশারফ হোসেন ওই নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থ জরিমানা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,