হবিগঞ্জে ঐতিহ্যবাহী বুড়া বাবার মেলা স্থগিত

প্রসেন সরকার,নবীগঞ্জ।
শতবছরের ঐতিহ্য বুড়া বাবার মেলা নামে খ্যাত, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারের উমরপুর গ্রামে বুড়া বাবার মেলা, চৈত্র সংক্রান্তি/ বৈশাখের প্রথম দিনে অনেক কাল আগ থেকে মহা সমারোহে মেলা হয়ে আসছিল, কিন্তু আচমকা করোনার সময়কার পরে এই প্রথম অনুষ্ঠিত হয় নি মেলা। হাসি মূখে দূর দুরান্ত থেকে ছুটে আসছেন মেলায় কেনাকাটার উদ্দেশ্য কিন্তু ফিরতে হচ্ছে হাজারো ক্রোভ নিয়ে, বুকভরা হতাশা, মেলা না হওয়ার কারণ জিজ্ঞেসে জানা যায়, গেল বছর দুই গ্রুপের সংঘর্ষের জন্য অনেকটাই বিভ্রান্তি ঘঠে,যার ফলে মেলা স্থগিত করা হয়েছে, কিন্তু এই কারণে মেলা বন্ধ হতে পারে না বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন মেলায় সংঘর্ষ স্বাভাবিক বিষয় এই কারণে ঐতিহ্য বহন করে যে মেলা সেটা বন্ধ করা কখনোই মেনে নেওয়া যায় না,আমরা মানুষ আমাদের মধ্যে বিভেদ থাকবেই, তিনি বলেন এটা হিন্দু সংস্কৃতির অংশ, বুড়া বাবা (সঠিক নাম জানা নেই)নামে হিন্দু ধর্মের একজন মহাত্মা ছিলেন ওনার স্মৃতি স্বরূপ এই মেলা অনুষ্ঠিত হয়, স্থানীয়দের জন্য অত্যন্ত তাৎপর্য পূর্ণ মেলা হচ্ছে এটি যে মেলাকে কেন্দ্র করে কৃষি কাজে ব্যবহত উপকরণ সহ কাঠ দিয়ে তৈরি নানা উপকরণ এই মেলায় পাওয়া যায়। কিন্তু এই বছর ব্যতিক্রম কিছু দেখা গেলো, হাজার বছরের সাম্প্রতিক সংস্কৃতি প্রশ্নবিদ্ধ হচ্ছে।