সারাদেশ

খোকশাবাড়িতে খালেদা জিয়ার জন্মদিনে মাদ্রাসার ১’শ জন শিশু-কিশোরের মুখে হাসি

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে ১৭ বছর ধরে গোপনে, এবার প্রকাশ্যে মধ্যাহ্নভোজের আয়োজন করে আবেগাপ্লুত হয়ে কেঁদে দিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক এনামুল হক। বিগত ১৭ বছর ধরে সাংবাদিক এনামুল হক এর ব্যক্তিগত আয়োজনে দিয়ারপাঁচিল আল্লামা ইদ্রিস (রহ) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় (১৫ আগষ্ট ২০২৫) প্রকাশ্যে দিয়ারপাঁচিল আল্লামা ইদ্রিস (রহ) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিশু-কিশোর ও শিক্ষকের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন সাংবাদিক এনামুল হক।
শুক্রবার (১৫ আগস্ট) পবিত্র জুমার নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজের পুর্বে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ আব্দুল ক‌রিম।
দিয়ারপাঁচিল আল্লামা ইদ্রিস (রহ) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ আব্দুল ক‌রিম মোনাজাতের সময় বলেন, হে আল্লাহ, সাংবাদিক এনামুল হক বিগত দিনে গোপনে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র মৃত্যু বার্ষিকীতে এতিম সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে। হে, আল্লাহ আরাফাত রহমান কোকোকে জান্নাত বাসি করুন।
 মধ্যাহ্নভোজের সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক এনামুল হক বলেন, বিগত ১৭ বছরে আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে ও আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকীতে এই মাদ্রাসায় এতিমদের নিয়ে গোপনে একই আয়োজন করে আসছিলাম। আজ প্রথম আমি আমার ব্যক্তিগত আয়োজনকে প্রকাশ্যে এনেছি। সকলেই বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে খাবার পরিবেশন করেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান, তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা শেখ মোঃ এনামুল হক। তার এই মহতী উদ্যোগে সাড়া দিয়ে অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজের সময় খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মেম্বার, সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদার, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আকন্দ, সদর থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়স সুইট, খোকশাবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সানজিত হাসান সাদিত, বিএনপি নেতা সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ মোঃ এনামুল হকের রাজনৈতিক জীবন বর্ণাঢ্য ও সংগ্রামে পরিপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রদল থেকে, এবং সময়ের পরিক্রমায় তিনি দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রাজনৈতিক জীবনে শেখ মোঃ এনামুল হককে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তিনি মোট ৮টি রাজনৈতিক মামলার আসামি হয়েছেন এবং ৯ বার কারাবরণ করেছেন বলে জানা যায়। দলের প্রতি তার এই ত্যাগ ও নিষ্ঠা স্থানীয় নেতাকর্মীদের কাছে তাকে একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
রাজনীতির পাশাপাশি শেখ মোঃ এনামুল হক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেন তিনি। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার জন্মদিনকে কেন্দ্র করে এতিমদের জন্য এই মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ শেখ মোঃ এনামুল হকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, রাজনৈতিক নেতাদের এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত। এতিমদের সাথে নিয়ে এমন একটি দিন পালন সত্যিই প্রশংসার যোগ্য। এনামুল হকের মতো জনদরদী নেতা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে এতিম শিক্ষার্থী ও উপস্থিত সকলের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,