সারাদেশ

ভোলায় ফুটপাত দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে

মোঃ রাফসান জানি : ভোলা
ভোলায় জেলা প্রশাসকের উদ্যোগে ফুটপাত দখল মুক্ত, সড়কে জানজট মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ আগস্ট) বিকেল ৩ টা থেকে ৬ পর্যন্ত এই অভিযান পরিচালনা  করে।
ভোলা পৌরসভার আওতাধীন সড়কের ফুটপাতগুলো দখল করে দীর্ঘদিন যাবত অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল এবং সড়কে যত্রতত্র গাড়ী পার্কিং করে জানজট সৃষ্টি ও শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল একটি মহল।
এ সকল কার্যক্রম সম্পূর্ণ বে-আইনী। তাই ভোলা জেলা প্রশাসকের উদ্যোগে ফুটপাত ও সড়ক জানজট মুক্ত এবং অবৈধ স্থাপনা অপসারনে লক্ষে অভিযানে নামে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ভোলা সদর রোড, নতুন বাজার, কাঁচা বাজার, চকবাজার  অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় ফুটপাতে থাকা সকল বস্তু এবং স্থাপনা অপসারনের লক্ষে ভেঙ্গে গুড়িয়ে দেন। এ সময়  কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
 ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনার মাধ্যমে যারা এগুলো দখল করেছে সেই সব ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়ে সতর্ক করা হয় এবং সকল মালামাল   সরিয়ে নিতে বলা হয়। যদি কোন ব্যবসায়ী এ নির্দেশ অমান্য করে তা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারীও দেয়া হয়।
এদিকে ভোলা জেলা প্রশাসকের এই অভিযান কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ। এ সময় তারা বলেছেন প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকা জরুরি। কারণে অভিযান শেষে যে যার মত ফুটপাত দখল করে রাখে। যার কারণে সাধারণ মানুষরা ফুটপাত ব্যবহার করতে পারে না।
এছাড়া শহরের যেখানে-সেখানে গাড়ী পার্কিং এর কারণে জানজট সৃষ্টি হয়। যাতে করে জানজট সৃষ্টি না হয় তার জন্য সকলকে সচেতন হওয়ার পাশাপাশি গাড়ীগুলো নির্দিষ্ট স্থানে পার্কিং এর পরামর্শ দেয়া হয়। অন্যদিকে অবৈধ স্থাপনার মাধ্যমে যারা ব্যবসারা আড়ালে নিজেদের স্বার্থ হাসিল কারা চেষ্টা করেছেন তাদেরকেও সতর্ক করা হয়। এই অভিযানের পরে যেন আর কোন অবৈধ স্থাপনা নির্মাণ না হয় সে ব্যাপারেও কড়া হুশিয়ারী দেয়া হয়। যদি নির্মাণ হয় তা হলে কাউকে ছাড় দেয়া হবে না। এসবের সাথে যারা জড়িত হবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।
অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট- মোহাম্মদ জিয়াউল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট- মোঃ বুলবুল, ভোলা সদর সহকারি কমিশনার (ভূমি)- অমিত দত্ত।  অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ হিসেবে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ সদস্যরা  ও ভোলা পৌর সভার লোকজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,