থানা হাজতে স্কুলকর্মীর মৃত্যু: চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ওএসডি

আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় থানার হাজতে স্কুলের অফিস সহকারী দুর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খানমকে বিশেষ দায়িত্বে (ওএসডি) করা হয়েছে।
শিক্ষা অধিদফতরের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। দুর্জয় চৌধুরীর মৃত্যুর পর এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের প্রেক্ষাপটে বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে দুর্জয় চৌধুরীকে আটক করে থানার হাজতে রাখা হয়। পরদিন ভোরে হাজতের ভেতরে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দেয়।