মনোনয়ন দাখিল সম্পন্ন, প্রার্থীদের ভিড়ে সরগরম বদরখালী সমবায় কার্যালয়

আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার (২৫ আগস্ট ২০২৫) মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে এ কার্যক্রম চলে।
তফসিল অনুযায়ী আগামী ২৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। এরপর ২ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং একই দিন বিকাল ৪টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
দিনব্যাপী প্রার্থীদের সমর্থক ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে সমবায় কার্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নির্বাচনকে ঘিরে বদরখালীতে আগ্রহ ও উত্তেজনা দিন দিন আরও বেড়ে চলেছে।
স্থানীয়দের মতে, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ এ সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে বদরখালীতে এক ধরনের নির্বাচনোৎসবের আবহ সৃষ্টি হয়েছে।