সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে থাকবে  – খোকন 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে জুলাই আন্দোলনে নিহত ও আহত প্রত্যেক অসহায় পরিবারের পাশে থাকবে এবং তাদের সর্বোচ্চ মর্যাদা দান করা হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপি কতৃক আয়োজিত জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,”তারেক রহমান স্বজন হারানোর ব্যথা বুঝেন। তাই জুলাই আন্দোলনে শহীদ ও আহতরা বিএনপির কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে থাকবেন।
এর আগে জুলাই আন্দোলনে শহীদদের স্বরণ দোয়া করা হয়। এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী। ডাসার উপজেলা বিএনপির নেতা মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাম খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,