কর্ণফুলীতে মাহে রবিউল আউয়ালের স্বাগত র্যালী ও পথ সভা

কর্ণফুলী প্রতিনিধি
রাসুলে পাক (দ) এর আগমনী মাস পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আলোচনা সভা ও স্বাগত র্যালীর আয়োজন করে কর্ণফুলী থানা গাউছিয়া কমিটি বাংলাদেশ।
গত ২৯ আগস্ট শুক্রবার বাদে জুমা উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথি বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ (কমিশনার), প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ যুগ্ম-মহাসচিব আলহাজ মুহাম্মদ মাহবুবুল হক খান।
এসময় প্রধান অতিথি বলেন প্রশাসন থেকে নির্ধারণ করে দেওয়া রোডম্যাপ দেখে মন ক্ষুণ করার কিছুই নেই। জামেয়া থেকে জুলুস বের হয়ে জিইসি মোড় হয়ে জামেয়াতে শেষ হলেও মূলত জুলুস হবে পুরো চট্টগ্রাম ব্যাপী।
কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুর মুহাম্মদ কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন মাওলানা সাদ্দাম হোসেন আলকাদেরী, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন আলকাদেরী প্রমূখ।
উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা আহ্বায়ক কমিটির সদস্য জি এম মুহাম্মদ কবির, মুহাম্মদ ইলিয়াছ মুন্সী, সদস্য নজরুল ইসলাম, মোঃ আব্দুল আলিম, মুহাম্মদ লোকমান, মোঃ ইয়াছিন আরফীত, মুহাম্মদ জানে আলম, হাজী ফজল আহমদ, মুহাম্মদ, ফারুক, মুহাম্মদ ইউনুসসহ আওতাধীন ইউনিয়ন শাখার মুহাম্মদ গিয়াস উদ্দীন ফারুকী, মুহাম্মদ মঞ্জুরুল আলম, মুহাম্মদ সালাহ উদ্দীন, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ তৈয়ব, মোঃ মাসুখ আহমদ, মোঃ জামালু. মোঃ জানে আলম, মুহাম্মদ জাহেদ, মহি উদ্দীন খান, শেঃ আবদুল, আরফাত হোসেন, মোঃ ইয়ামিন প্রমূখ।
এতে বক্তারা বলেন, মিলাদুন্নবী ইসলামী ঐক্যের প্রতীক, ইসলামী ঐতিহ্যের স্মারক। ইসলামী সংস্কৃতির এক গৌরবময় ও বরকতময় আমল, হাজার বৎসর ধরে পৃথিবীর দেশে দেশে এ ধারা আবহমান কাল থেকে প্রচলিত। মুসলিম বিশ্বের সর্বত্র সমাদৃত।
এ সময় বক্তরা আশাবাদ ব্যক্ত করেন পবিত্র ঈদে
মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র মাহফিল আয়োজন, খুশী, আনন্দ, মিলাদ পাঠ ও শ্রবণের ব্যবস্থা বাংলার জমিনে ছড়িয়ে যাক।
আলোচনা সভা শেষে একটি বণ্যাঢ র্যালী বের হয় উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে মুনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ্দাম রেযা।