সারাদেশ

গাইবান্ধার সাবেক এমপি শাহ সরোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ সরোয়ার কবিরকে দিনাজপুর সদর হতে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।
মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ ইউনিট। গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানার দুটি মামলায় হস্তান্তরের বিষয়ে জানানো হয়।
এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা।
জানা যায়, গাইবান্ধা সদর থানার দুটি মামলায় গ্রেফতার করা হয়, গ্রেফতারের পর দিনাজপুর কোতোয়ালি থানায় রাখা হয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ এর নাতি গাইবান্ধা সদরের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি শাহ সরোয়ার কবির গাইবান্ধা জেলার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। ৯০ এর দশকে ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকায় বেশ প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। এমপি নির্বাচিত হওয়ার পর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,