সারাদেশ

চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ল্যাম্ব হাসপাতালে আশংকজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনাটি গতকাল ৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক সড়কের বেলতলী বাজরের পুর্বে হজরতপুর মোড়ে ঘটেছে।
প্রত্যক্ষদর্শিগণ জানান, সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী বাজার হতে আওয়ামীলীগ নেতা আতিকুর হাজীর দুটি ট্রাক্টর বেপরোয়াভাবে ওভারটেকিং করতে করতে বেলতলী বাজারের দিকে আসতেছিল। এসময় বেলতলী বাজার হতে পার্বতীপুরের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোচার্জারটি ছিটকে গিয়ে পাশর্বতি জমিতে পড়ে যায়। এসময় অটোচালক, যাত্রী ইউএসডিও এনজিও কর্মকর্তা মৌসুমী বেগম (৪২), মন্মথপুর আইডিয়াল কলেজের ছাত্র তামিম (১৭), ট্রাক্টরের হেলফার সৈয়দ আলীসহ ৪ জন গুরুতর আহত হয়। অটোচালকসহ সকল যাত্রীর দুটি পা ভেঙ্গে যায়।
ঘটনার সময় কাছাকাছি থাকা ভ্যানচালক জিয়াবুর জানান, ট্রাক্টর দুটি একে অপরকে ওভারটেক করে জোরে চলতেছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোকে ধাক্কা দিলে অটোচার্জারটি যাত্রীসহ ছিটকে জমিতে পড়ে। এসময় তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা গুরুতর আহত যাত্রীগুলোকে নিয়ে হাসপাতালে যায়। অটো চালককে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে নিয়ে ভর্তি করে। অটো চালকের নাম জানা যায়নি।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা লিমন মন্ডল বলেন, গুরুতর আহতদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থার গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দিমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ রুহুল আমিন বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক্টর দুটি থানায় জব্দ করা হয়েছে। ট্রাক্টর চালক মাহবুর ও মশিউর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,