সারাদেশ

বগুড়ায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক ‘যাবতীয় সঙ্কটের সমাধান ইসলামে আছে’

স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় আল্লাহর হুকুম তওহীদের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে গোলটেবিল বৈঠক করেছে সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১.০০ টায় বগুড়া নবাববাড়ি রোড হোটেল ৭১ এ ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এ মুক্ত গোল টেবিল আলোচনার আয়োজন করে হেযবুত তওহীদের বগুড়া জেলা শাখা।
হেযবুত তওহীদের রাজশাহী অঞ্চলের আমির আশেক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় আমির মশিউর রহমান।
এসময় তিনি বলেন, ‘গত ৫৩ বছরে ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহু নির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির একটা সঙ্কটেরও টেকসই সমাধান হয়নি। মূলত মানবরচিত জীবনব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।’
তিনি বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি। চলমান সিস্টেম চালু রেখে যত সংস্কারই করা হোক না কেন শান্তি আসবে না।’
তিনি আরো বলেন, ‘আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না।’
আল্লাহর দেওয়া সেই চিরন্তন জীবনব্যবস্থাকেই আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরেন তিনি। আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে তার বক্তব্যে।
অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার’ গুরুত্ব নিয়ে মুক্ত আলোচনা করেন শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবি, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ। আলোচকরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং এর বাস্তবায়নের কৌশল নিয়ে মুক্ত আলোচনা করেন ও তাদের মতামত তুলে ধরেন।
হেযবুত তওহীদের জেলা সভাপতি সালজার রহমান সাবুর সভাপতিত্বে আরো আলোচনা করেন বগুড়া সদরের সভাপতি রায়হানুল ইসলাম, জেলা নারী সম্পাদক ফাতেমা আক্তার, গাবতলী উপজেলা সভাপতি শরিফুল আলম টিপু প্রমুখ।
রাষ্ট্র সংস্কারের হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ক মতামত ব্যক্ত করতে গিয়ে এডভোকেট মন্তেজার রহমান মন্টু বলেছেন , সবদলকে দেখেছি এবার একটা ইসলামী দল। তাহলে তো জামাতে ইসলামী। তারাতো ইসলামী দল নয়। আপনাদের রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছেন তাতে মনে হয়েছে পরিচিত ইসলামের চিত্র রয়েছে।
 লেখক, সংগঠক আমীর খসরু সেলিম বলেন, আমি যত দেখছি ততই জানছি মুগ্ধ হচ্ছি।
দৈনিক ইনকিলাব বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু বলেন, যারা গণতন্ত্র চান আবার ইসলাম চান তারাই আপনাদের আক্রমণ করেছে কোন গণতান্ত্রিক দল নয়।
এটিএন নিউজ বগুড়ার ব্যুরো প্রধান চপল সাহা, কট্টর আলোচনা করেননা আপনাদের ইমাম। এ কারণে আপনার প্রস্তাবনার সঙ্গে আমরা ঐক্যমত পোষণ করছি।
দৈনিক করতোয়া শাজাহানপুর প্রতিনিধি, সাজেদুর রহমান সবুজ বলেছেন, আজ অনেক সংগঠন সদস্যদের গ্রেপ্তার করা হতো কিন্তু দিনে দিনে তা পরিষ্কার হয়েছে হেযবুত তওহীদ কোন অপরাধের সঙ্গে জড়িত নয়।
ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর, আমরা কোরান থেকে দূরে সরে গেছি। এজন্য ভাল সমাজ গঠনে কাজ করতে হবে।
শিক্ষক সাংবাদিক মেজবাউল হক, কোরআন মানুষের জন্য, কোন নির্দিষ্ট ধর্মের জন্য নয়।
এ সময় অতিথীরা প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা ত্রুটিযুক্ত বলে উল্লেখ করে এটাকে সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,