সারাদেশ

হাফিজা খাতুন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মাবনবন্ধন ও স্মারকলিপি 

রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে নানাভাবে সমালোচিত প্রধান শিক্ষক রাশেদা বেগম এর অপসারণ চান অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকরা।
( ১৬ এপ্রিল) মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে   দুর্নীতি ও অনিয়ম তদন্ত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
 ৫ এপ্রিল এফডিআরের অর্থ আত্মসাৎ শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রতিবাদের ঝড় উঠে এই শিক্ষার বিরুদ্ধে । দীর্ঘদিন ধরে রাশেদা বেগম আওয়ামীলীগ সরকারে আমলে রাজনীতি  ক্ষেমতা দেখিয়ে একের পর এক দুনীতি ও অনিয়ম করে আসছিলেন। আওয়ামীলীগ নেতাদের ক্ষেমতা দেখিয়ে বিদ্যালয়ে নানান অপকর্মে ও  লিপ্ত ছিলেন ।
  তাই এখন  ফুসে উঠেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও মৌলভীবাজারের সচেতন মহল।
বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জেলার সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করছেন। তারা দ্রুত  রাশেদা বেগমের অপসারণ চান।
রাশেদা বেগম এর অপসারণ চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ে  শিক্ষার্থীরা । এবং দ্রুতগতিতে অপসারণ দাবি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং