সারাদেশ

চীনের অর্থায়নে মেডিকেল কলেজ হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে গণজমায়েত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে চিকিৎসা খাতের বৈষম্য দুুরীকরনে চীনের অর্থায়নে এক হাজার শয্যার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবীতে গণজমায়েত ও মানববন্ধন করেছে জেলাবাসী।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় পঞ্চগড়বাসীর ব্যানারে জেলা জজ কোর্ট সংলগ্ন এলাকায় জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন, সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম,। ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, গণ অধিকার পরিষদের জেলা আহবায়ক মাহফুজার রহমান, পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাড, আহসান হাবিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ।
বক্তারা বলেন, জমি লাগলে জমি নে, পঞ্চগড়ে মেডিকেল দে।আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এই জেলাগুলোর দূরত্ব খুবই কম এবং কাছাকাছি। কিন্তু পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুতর আহত হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর দিনাজপুরে স্থানান্তরিত করা হয়। মাঝপথে অনেক সময় মৃত্যু ঘটে। আমরা আর কারো এমন মৃত্যু চাই না। চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে করতে হবে। তাহলে ভূটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবে। চিকিৎসা সেবা নিতে আসবে। আমরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবো।
পঞ্চগড়ে শুধু ১২ একর জমি নয় শত একর খাস জমি আছে। হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং