সারাদেশ

” কুষ্টিয়ার কুমারখালিতেইজারাকৃত পাম্প নিয়ে সংঘর্ষ  আহত  ৮”

মো: ইফতেখার হাবীব (কুমারখালি- কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার  কুমারখালীতে ইজারাকৃত সেচ পাম্প কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত হয়েছেন, হামিদুল শেখ (৫০) নাঈম শেখ (২২) ইব্রাহিম শেখ (৬৫) ইয়ামিন শেখ (১৯) আলম শেখ (২০) ছমসের আলী মোল্লা (৫৫) রহুল আলম (৬০) শামসুল আলম (৫৮)।
হামিদুল শেখ জানান, উত্তর কয়া গ্রামের রবিউল মোল্লার কাছ থেকে কয়েক বছর ধরে সেচ পাম্প ইজারা নিয়ে চালাচ্ছেন। বিগত বছরগুলোতে কোন সমস্যা না হলেও চলতি বছরের দুই মাস বাকী থাকতেই রবিউল মোল্লার ভাতিজা শাহিন মোল্লা তার কাছে সেচ পাম্প ঘরের চাবি বুঝে দেওয়ার জন্য চাপ দেয়। এরপর বুধবার সকালে তিনি রবিউলের স্ত্রীকে কল করে চাবির ফেরত চাওয়ার ব্যাপারে জানাতে গেলে শাহিন ফোন কেড়ে নেয় এবং উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে হামিদুল তার ছেলেকে সাথে নিয়ে সেচ পাম্পের কাছে গেলে তারাও সেখানে যায় এবং উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে তিনি বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে শাহিনের বাড়ির সম্মুখে গেলে শাহিন সহ তাদের লোকজন তার ওপর হামলা চালিয়ে আহত করে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান শেখ জানান, উপজেলার উত্তর কয়া গ্রামে সেচ পাম্প নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত  অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং