সারাদেশ

চিরিরবন্দর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযান।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযানে ৩৫ হাজার ৫০০ টাকা ও কিছু রেকর্ডপত্র জব্দ।
গতবুধবার ১৬ এপ্রিল দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের দুদকের সমম্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক আতাউর রহমান,সহকারী পরিচালক খায়রুল বাশার, সহকারী পরিচালক ইসমাইল হোসেন, উপসহকারী পরিচালক আবুল কালাম প্রমুখ।
আতাউর রহমান জানান, চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দলিল সম্পাদন, জাবেদা নকল তোলাসহ বিভিন্ন কাজে সরকার নির্ধারিত ফি বাদেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে জমির প্রকৃতি পরিবর্তন করে দলিল রেজিস্ট্রি করার। এতে সরকার রাজস্ব হারাচ্ছে ও গ্রাহক হায়রানির শিকার হচ্ছে। এর প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি।
তিনি আরো জানান, অভিযান পরিচালনাকালে অফিসের নকলনবিশ দুলাল চন্দ্র রায়ের কাছ থেকে ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন বিভিন্নজনের কাছে কাজের বিনিময়ে এ টাকা নিয়েছেন। আরেক অফিস সহকারী লুৎফর রহমানের কাছ থেকে ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। সে বলেছে এটা তার বাড়ির টাকা। এটা সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার তদন্ত করে দেখবেন। আর দুলালকে সাময়িক বহিষ্কারের জন্য জেলা রেজিস্ট্রারকে অবগত করা হয়েছে। লুৎফর রহমানের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা মোট ৩৫ হাজার ৫০০ টাকা জব্দ করেছি আর অফিসে প্রয়োজনীয় কিছু রেকর্ড পত্র নিয়ে যাচ্ছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং