সারাদেশ

ছাতকে ৫৪ বছর পর গোবিন্দগঞ্জ মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও তরিকুল ইসলাম

তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ছাতকে দীর্ঘ ৫৪ বছর পর শুরু হলো মৎস্যজীবী পুনর্বাসন কার্যক্রম। সোমবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে মাছ বাজার স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই বাজারকে ঘিরে পুনর্বাসিত হবেন শতাধিক মৎস্যজীবী পরিবার। এ কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে ইউএনও মোঃ তরিকুল ইসলাম জানান, “মৎস্যজীবীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের পুনর্বাসন ও উন্নয়নে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফা ব‌্যাংক ম‌্যানেজার মু‌জিবুর রহমান, মুরবী আমির আলী, ছাতক প্রেসক্লা‌বেব সাধারন সম্পাদক আনোয়ার হো‌সেন র‌নি,গো‌বিন্দগঞ্জ ক্ষুদ্র মৎস সমবায় স‌মি‌তির সভাপ‌তি নুরুল ইসলাম,সাধা‌রন সম্পাদক শাহজাহান,আজর আলী,আব্দুল আজিজ,শাহাবুদ্দীন,ছাত্র নেতা ম‌তিউর রহমান,জিয়াউল হক জিয়াসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং মৎস্যজীবী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, বহু বছর ধরে বঞ্চিত মৎস্যজীবীরা অবশেষে পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন। নতুন বাজারটি তাদের জীবিকা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

ভি‌ক্তি স্থাপন শে‌ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলার সাবেক আমীর মাওলানা জালাল উদ্দীন।
স্থানীয়রা বিশ্বাস করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মৎস্যজীবীদের জীবনমানের পরিবর্তন ঘটবে এবং গোবিন্দগঞ্জ বাজার একটি প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্রে রূপ নেবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,