নোমান খানের স্বর্ণজয়: Innovation Spark 1.0–এ Team AaLoo-এর ঐতিহাসিক সাফল্
শিমুল তালুকদার, সদরপুর থেকে
ঢাকার রাজধানীর তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটর্স সোসাইটি (BYScIS) আয়োজিত “ইনোভেশন স্পার্ক ১.০”–এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলমান এই বৃহৎ উদ্যোগে বিজ্ঞান কর্মশালা, আন্তর্জাতিক বিজ্ঞান–গণিত অলিম্পিয়াড, বুটক্যাম্পসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় Computing, AI & Digital Innovation ক্যাটাগরিতে Team AaLoo শীর্ষ স্থান অর্জন করে স্বর্ণপদক (Gold Medal) জয় করে। পাশাপাশি দলটি অর্জন করে Best Poster Award। বিচারকদের সর্বোচ্চ প্রশংসা পেয়ে প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত দল হিসেবে প্রতিষ্ঠিত হয় তারা।
সদরপুরের কৃতি সন্তান নোমান খানের উজ্জ্বল নেতৃত্ব
সতেররশি, সদরপুর, ফরিদপুরের তরুণ উদ্ভাবক নোমান খান এই সাফল্যের কেন্দ্রীয় চরিত্র। ১৯ সেপ্টেম্বর ২০০৪ জন্ম নেওয়া নোমান প্রযুক্তি, কম্পিউটিং এবং গ্রিন ইনোভেশন–এ ধারাবাহিক কাজের মাধ্যমে নিজেকে তরুণ গবেষকদের মাঝে পরিচিত করে তুলেছেন। তার নেতৃত্বে Team AaLoo জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ের পাশাপাশি টেকসই উদ্ভাবনের নতুন মানদণ্ড স্থাপন করেছে।
Plastic Bottle Solar Lamp—পরিবেশবান্ধব সমাধানে নতুন দিগন্ত
Team AaLoo উপস্থাপন করে তাদের উদ্ভাবন “Plastic Bottle Solar Lamp”। প্লাস্টিক বর্জ্য পুনঃব্যবহার করে তৈরি এই আলো মাছ চাষ ও গ্রামীণ উৎপাদনব্যবস্থায় কম খরচে নিরবচ্ছিন্ন আলোর যোগান দিতে পারে। প্রকল্পটি নবায়নযোগ্য শক্তি, সার্কুলার ইকোনমি এবং SDG লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিচারকরা এটিকে “সামাজিকভাবে প্রভাবশালী, পরিবেশবান্ধব ও স্কেলযোগ্য উদ্ভাবন” হিসেবে মূল্যায়ন করেন।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব
এই জয়ের ফলে Team AaLoo নির্বাচিত হয়েছে World Youth Invention & Innovation ২০২৬–এর আন্তর্জাতিক রাউন্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। আগামী ২৮ জানুয়ারি ২০২৬, থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় তারা দেশের পতাকা বহন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইজিলিশ ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুরের পরিচালক সোলাইমার্ন লেখেম, কো-অর্ডিনেটর থিওয়ারা চিতজুই এবং Technology Media Guild Bangladesh–এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ কাউসার উদ্দিনসহ আরও অনেকে।
Team AaLoo-এর অঙ্গীকার নোমান জানায়, “আমাদের লক্ষ্য এমন উদ্ভাবন তৈরি করা, যা পরিবেশ, সমাজ ও গ্রামীণ অর্থনীতিতে বাস্তব পরিবর্তন আনে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সক্ষমতাকে আরও শক্তভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য।”




