সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
মহান আল্লাহকে নিয়ে কুটক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।নামাজ শেষে শহরের মেইন বাসস্টান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করেন কালীগঞ্জ ইমাম পরিষদ।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মেইন বাসস্টান্ডে জড়ো হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তরা বাউল আবুল সরকারের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান। শাস্তি প্রদানে সরকার বিলম্ব করলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলেও বক্তরা হুশিয়ারি দেন। সমাবেশের বক্তব্য দেন মাওলানা মোঃ রুহুল আমিন সাহেব, হাফেজ মোঃ হেদায়েতুল্লাহ সাহেব, মাওলানা মাহফুজুর রহমান সাহেব, মুফতি মাহমুদুল হাসান ইবাদত সাহেব প্রমুখ।
 সম্প্রতি বাউল আবুল সরকার একটি পালা গানের অনুষ্ঠানে মহান আল্লাহকে নিয়ে তাচ্ছিল্য ও অবমামনামূলক মন্তব্য করেন। ওই ঘটনার পর আবুল সরকার গ্রেফতার হয়। বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহ কালীগঞ্জে ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,