শাহারাস্তিতে পরীক্ষা কেন্দ্রে উত্তর সরবরাহের দায়ে প্রধান শিক্ষক আটক

শাহরাস্তি নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অপরাধে দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমুল হককে আটক করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন এমসিকিউর উত্তর শিক্ষার্থীদের বলে দেওয়ার সময় বিষয়টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নজরে আসে। তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে শিক্ষার্থীরা সত্যতা নিশ্চিত করে। পরে হল সুপারের দায়িত্বে নিয়োজিত আজমুল হক তার দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। দুপুর ১২ টায় শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।