সারাদেশ

নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযানে ইউএনও 

শহিদুল ইসলাম (নাগরপুর) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়ন কেদারপুরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান।
আজ ২১/০৪/২০২৫ তারিখ রাত ১২:৩০ঘটিকায় নাগরপুর উপজেলায় কেদারপুর নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷
এ সময় এক্সকেভেটরসহ ট্রাকের ১০টি ব্যাটারি জব্দ করা হয় এবং একজন কে আটক করা হয়৷ আটক ব্যক্তিকে মোবাইল কোর্ট অনুসারে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর  অধীনে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন,মোবাইল কোর্ট অব্যাহত থাকবে পর্যায়ক্রমে প্রতিটা মাটির খাদে অভিযান দেওয়া হবে।
অভিযান চলমান থাকলেও মাটি খেকোদের দৌরাত্ম কমানো যাচ্ছে না, এই গ্রুপের লোকজন  এত বেশি,দিনের বেলায় উপজেলা চত্বর দিয়েই  সোর্স ঘুরাঘুরি করে। উপজেলা প্রশাসনের কোন অফিসার মোবাইল কোর্ট পরিচালনার জন্য বের হলে খবর পেয়ে যায়।
এই জন্য রাতের অন্ধকারে মোবাইল কোর্ট পরিচালনা করতে হয়।ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান  সাংবাদিক ও এলাকাবাসী সহযোগিতা কামনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,