সারাদেশ

সদরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে  ৩ টি গরু পুড়ে ছাই 

সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের বাছের বেপারী ডাঙ্গী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় বাসিন্দা সুমন ওরফে হালান বেপারীর টিনের তৈরি দোচালা গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোয়াল ঘরের ভিতরে থাকা তিনটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সদরপুর ফায়র সার্ভিসের ইনচার্জ নরেন্দ্র নাথ  জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে।
আকোটের চর ইউনিয়নের চেয়ারম্যান মো: আসলাম বেপারী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। এটি একটি দুঃখজনক র্দুঘটনা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,