ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার। আটক ২
কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
(৯) ডিসেম্বর রাত ১১.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন উজানভাটি হোটেলের সামনে হতে ০১ টি কাভার্ডভ্যান গাড়ি আটক করে। কাভার্ড ভ্যান তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা, ৯৪৫০ পিস Betnobate-C Skin Cream, ৬০৬০ পিস Skinshine cream উদ্ধার সহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন(১) মোঃ সাজ্জাদ শেখ (৩২) পিতা মোঃ হারিস শেখ, ঠিকানাঃ মুকসুদপুর(২)মোঃ আব্দুল্লাহ (২৪) পিতা মোঃশহিদুল ইসলাম, ঠিকানাঃসুনামগঞ্জ সদর,।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।




