সারাদেশ

সদরপুরে হত্যা মামলার পলাতক আসামি আপন ২ ভাই গ্রেফতার

শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর থানার হত্যা মামলার পলাতক আসামি আপন দুই ভাই সম্রাট (২৫) ও সাজিত (২৩)কে  গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
২১ এপ্রিল, সোমবার রাত ১০টার দিকে সদরপুর থানার এস আই হাসিবুলের নেতৃত্বে রাজধানী ঢাকার খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই ভাই উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বর ডাঙ্গি গ্রামের মফিজ ওরফে শুক্কুর মিয়ার পুত্র।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ০৪/১১/২০২৪ ইং তারিখে উপজেলার সাড়ে সাত রশি বাজারে মারামারির ঘটনায় খুন হন উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনডাঙ্গী গ্রামের কবির উদ্দিন আকন (৫০) নামের অটোরিকশার ড্রাইভার। উক্ত ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে সদরপুর থানায় আপন দুই ভাই সহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামালা নং ২ ধারা ৩০২/৩৪। দীর্ঘ পাঁচ মাস লুকিয়ে থাকার পরে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি আপন দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হন সদরপুর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, হত্যার মামলার দীর্ঘ পাঁচ মাস পলাতক থাকার পরে  রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে সম্রাট ও সাজিতকে গ্রেফতার করা হয়। বাকি আসামিকে গ্রেফতারের চেস্টা চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,